সৌম্যের ব্যাটিংয়ে সমস্যা দেখছেন না ব্যাটিং কোচ

প্রকাশ | ০৬ আগস্ট ২০১৭, ১৬:৪৫

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

উইকেটে খুব একটা থিতু হতে পাচ্ছেন না ওপেনার সৌম্য সরকার।কী সমস্যা সৌম্যের ব্যাটিংয়ে? না, নতুন ব্যাটিং কোচ ও নিল তেমন কোনো সমস্যা দেখতে পাচ্ছেন না সৌম্যের ব্যাটিং টেকনিকে। শুধু সৌম্য সরকার নয়, নেটে সবার ব্যাটিং টেকনিকেই খুশি তিনি। নতুন ব্যাটিং কোচের মতে, সবকিছু ঠিকই আছে। দরকার শুধু মানসিকতার পরিবর্তন, উন্নয়ন।

চট্টগ্রামে রবিবার অনুশীলনের ফাঁকে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। সৌম্যের ব্যাটিং নিয়ে ও নিল বলেন,‘টেকনিকে কোনো সমস্যা দেখি না। সৌম্য কেন, দলের বেশিরভাগই বিশ্বের যে কোনো দলের মতোই ভালো। বেশিরভাগ সময় মাঝ ব্যাটেই খেলে। যেখানে মারতে চায়, মারতে পারে। ব্যাপারটা হলো মানসিক, ওরা যেন বিশ্বাসটা করতে পারে যে ওরা বিশ্বমানের। ওরা যদি ততটা আত্মবিশ্বাসী হতে পারে, অস্ট্রেলিয়াকে তাহলে সামর্থ্যের দারুণ পরীক্ষা দিতে হবে।’

সৌম্যের ব্যাটিং টেকনিকে কোনো পরিবর্তন আনতে চান না ব্যাটিং কোচ। ও নিল বলেন,‘মারার বল পেলে মারতেই হবে। ব্যাটিং কোচ হিসেবে কোনো ভাবেই কারও সহজাত খেলা বদলাতে চাই না আমি। আমার কাজ হলো ওরা যেটা ভালো করে, সেটাই ধারাবাহিকভাবে যেন করতে পারে, সেটা করতে গিয়ে ঝুঁকি যেন কম নেয়। বাজে শট যেন কম খেলে।’

দলের ব্যাটিং অনুশীলনে খুশি ও নিল বলেন,‘ এখানে খুব ভালো ব্যাচিং অনুশীলন হচ্ছে। আমি অভিভূত। ছেলেরা ব্যাট হাতে খুব ভালো করছে। আজ তা নেটে অসাধারণ ব্যাট করেছে ওরা। টেস্ট ম্যাচে কী কী সুযোগ সুবিধে আছে, তা নিয়ে আমি কাজ করছি। দলের এ অনুশীলনে আমি খুব খুশি।’

(ঢাকাটাইমস/৬আগস্ট/ডিএইচ)