ফরিদপুর জেলা প্রশাসকের ত্রাণ বিতরণ

প্রকাশ | ০৬ আগস্ট ২০১৭, ২১:১৬

বিশেষ প্রতিনিধি (এই সময়), ফরিদপুর

ফরিদপুর শহরের আলীপুরে অম্বিকাপুর রেল কোলনির পানিবন্দি শতাধিক পরিবারের মাঝে জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া ত্রাণ বিতরণ করেছেন। রবিবার বিকালে দুর্দশাগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়।

জেলা প্রশাসন সুত্রে জানা গেছে, অম্বিকাপুর রেল কলোনির শতাধিক পরিবার দীর্ঘদিন ধরে পানিবন্দি ছিল। তাদের দুর্দশার কথা গত ৪ আগস্ট বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে খবরটি জেলা প্রশাসকের দৃষ্টি গোচর হয়। তিনি বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে তাৎক্ষণিকভাবে এ সমস্যা সমাধানে প্রদক্ষেপ গ্রহণ করেন। জেলা প্রশাসকের নির্দেশে এনডিসি পারভেজ মল্লিক রেলকলোরি পরিদর্শন করে জেলা প্রশাসকের কাছে কলোনিবাসীর দুর্দশার কথা তুলে ধরেন।

এর প্রেক্ষিতে জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া দুর্দশাগ্রস্ত পরিবারের মাঝে ২০ কেজি চাউল,২ লিটার তেল, ২ কেজি আলুসহ বিভিন্ন ত্রাণসামগ্রী প্রদান করেন। তিনি জলবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে কলোনিবাসীকে আশ্বাসস্থ করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন- ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রভাংশু সোমহন, পৌরসভার মেয়র মাহাতাব আলি মেথু, এনডিসি পারভেজ মল্লিক, নির্বাহী সজল চন্দ্র শীল, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর খন্দকার আরেফিন সাগর, যুবলীগ নেতা খন্দকার সিরাজুর সালেকিন টগর প্রমুখ।

(ঢাকাটাইমস/৬আগস্ট/এলএ)