পাকিস্তানে দুই বালুচ গেরিলা কমান্ডারের আত্মসমর্পণ

প্রকাশ | ০৭ আগস্ট ২০১৭, ১৯:১৬ | আপডেট: ০৭ আগস্ট ২০১৭, ১৯:১৯

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
ফাইল ছবি

পাকিস্তানের নিষিদ্ধ ঘোষিত বেলুচিস্তান লিবারেশন ফ্রন্ট (বিএলএফ)’র গুরুত্বপূর্ণ দুই গেরিলা কমান্ডার অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করেছেন। তাদের সঙ্গে অস্ত্র জমা দিয়েছে আরো চার গেরিলা।

গতকাল রবিবার অস্ত্র সমর্পণকারী দুই কমান্ডারের নাম হচ্ছে হালি ওরফে জাহাজ এবং রফিক ওরফে আমির। তারা চার সঙ্গীকে নিয়ে পাকিস্তানের ফ্রন্টিয়ার কোরের কমান্ডার কর্নেল আলি সাঈদের কাছে অস্ত্র জমা দেন। এ উপলক্ষে গোয়াদারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে গেরিলা কমান্ডার আমির বলেন, ‘আমরা দেশের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম বাদ দেয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং এখন থেকে রাজনীতির মূলধারার সঙ্গে মিলে দেশের জনগণের সেবা করব।’

পাকিস্তানের জনগণ যুদ্ধ-পরিস্থিতি মোকাবেলা করছে বলেও তিনি উল্লেখ করেন। অস্ত্র জমা দেয়া সবাই এখন থেকে রাষ্ট্র ও সরকারের অনুগত থাকবেন বলেও অঙ্গীকার করেন।

অনুষ্ঠানে কর্নেল আলী সাঈদ গেরিলাদের অস্ত্র ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার সিদ্ধান্তকে স্বাগত জানান এবং তিনি তাদের সবাইকে পূর্ণ নিরাপত্তা দেয়ার নিশ্চয়তা দেন। এছাড়া, তাদেরকে চাকরি দেয়া হবে বলেও ঘোষণা করেন।পাশাপাশি সরকার এসব গেরিলাকে পুনর্বাসনের জন্য আর্থিক সহায়তা দেবে। জমা দেয়া অস্ত্রের মধ্যে রয়েছে ছয়টি সাবমেশিনগান, হ্যান্ডগ্রেনেড, নানা রকমের কয়েকশ রাউন্ড গুলি এবং অন্যান্য অস্ত্র।

সূত্র: পার্স টুডে

(ঢাকাটাইমস/৭আগস্ট/এসআই)