অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার এখনই সেরা সময়: মুশফিক

প্রকাশ | ০৭ আগস্ট ২০১৭, ২১:৩২

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

বাংলাদেশের মাটিতে অস্ট্রেলিয়া সর্বশেষ টেস্ট ম্যাচ খেলেছে ২০০৬ সালে। দীর্ঘদিন পর আবার টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। সুতরাং, এই সুযোগ কাজে লাগাতে চায় টাইগাররা। ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো করার ব্যাপারে আত্মবিশ্বাসী টেস্ট ফরম্যাটের টাইগার দলপতি মুশফিকুর রহিম। তার মতে, অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার এখনই সেরা সময়।

মুশফিকুর রহিম বলেছেন, ‘গত ১২ বছরে আমরা টেস্ট ক্রিকেট সম্পর্কে অনেক কিছু শিখেছি। আমরা আত্মবিশ্বাসী যে, ইংল্যান্ডের বিপক্ষে যেমন লড়াই করেছিলাম অস্ট্রেলিয়ার বিপক্ষেও সেরকম লড়াই করতে পারব। আমরা সর্বোচ্চ চেষ্টা করব তাদের হারানোর। আমরা জানি না যে, আবার কবে তাদের বিরুদ্ধে টেস্ট খেলার সুযোগ পাব। অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার এখনই সেরা সময়’।

তিনি আরও বলেন, ‘আগে আমরা পুরোপুরি হোম অ্যাডভান্টেজ নিতে পারতাম না। আমরা এটি করার টেষ্টা করছি। আমরা দলে কিছু সম্ভাবনাময়ী বোলার, ব্যাটসম্যান ও অলরাউন্ডার পেয়েছি। আমাদের আত্মবিশ্বাস আছে যে, আমাদের দিনে আমরা যেকোনও দলকে হারাতে পারি’।

তিনি বলেন, ‘আমি মনে করি, প্রতি সিরিজে আমাদের তুলনামূলক নতুন বোলিং আক্রমণ থাকে। তাদেরকে পরিণত হয়ে উঠতে এক বা দুই বছর সময় দিতে হবে। আমাদের বর্তমান যে বোলিং আক্রমণ আছে তা প্রতিপক্ষের ২০টি উইকেট নিতে সক্ষম’।

(ঢাকাটাইমস/৭ আগস্ট/এসইউএল)