পল্লী বিদ্যুতের ‘গাফিলতিতে’ প্রাণ গেল কৃষকের

প্রকাশ | ০৮ আগস্ট ২০১৭, ১৩:৪৭

বরিশাল ব্যুরো, ঢাকাটাইমস

জেলার মুলাদী উপজেলার চরলক্ষ্মীপুর গ্রামে পল্লী বিদ্যুতের ছিড়ে থাকা তারে জড়িয়ে মো. নজরুল নামে এক  কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২ টায় এই দুর্ঘটনার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক ডা. সাইদুর রহমান তাকে মৃত ঘোষণা করেন।

মৃত নজরুল ইসলাম ওই গ্রামের আলী ক্যাশিয়ারেরর ছেলে।

ওই গ্রামের দোকানী পলাশ বেপারী বলেন, রাতে পল্লী বিদ্যুতের লাইন ছিড়ে থাকায় পল্লী বিদ্যুতে বার বার ফোন করেও তাদের পক্ষ থেকে কোনো লোক আসেনি। দুপুর বারোটার দিকে নজরুল পুকুর পাড়ে গেলে ছিড়ে থাকা তারে বিদ্যুতায়িত হয়ে মারা যান।

মুলাদী উপজেলা পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম সঞ্জয় রায় বলেন, ২২০ ভোল্টের এলটি লাইনের তার ছিঁড়ে আছে খবর পেয়ে আজ সকাল ৯টা ৫৮ মিনিটে ওই এলাকার লাইন বন্ধ করে দিয়েছেন। তবে দুপুর ১২টায় বিদ্যুতায়িত হয়ে নজরুল মিয়া কীভাবে মারা গেছেন এটা তাদের বোধগম্য নয়।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মতিউর রহমান বলেন, বিষয়টি তারা দেখবেন এখানে কার গাফিলতিতে মো. নজরুলের মৃত্যু হয়েছে।

(ঢাকাটাইমস/৮আগস্ট/প্রতিনিধি/জেডএ)