সুনামগঞ্জে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

প্রকাশ | ০৮ আগস্ট ২০১৭, ১৯:০৯

সুনামগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
ফাইল ছবি

সুনামগঞ্জে বিষাক্ত সাপের কামড়ে মোছা. হামিদা বেগম (২৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার ভোরে জেলার দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের নাগেরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত হামিদা জেলার জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের মল্লিকপুর গ্রামের মুছিউর রহমানের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কিছু দিন আগে নাগেরগাঁও গ্রামে পিতা হাফিজ উল্লাহর বাড়িতে বেড়াতে যান হামিদা বেগম। সোমবার রাতে পিতার বাড়িতে আলাদা বসত ঘরে ঘুমিয়ে পড়েন। মঙ্গলবার ভোর রাতে প্রকৃতির ডাকে বাহিরে গেলে বিষাক্ত সাপ তাকে কামড় দেয়। কামড় দেওয়ার সাথে সাথে গৃহবধূ হামিদা বেগম (২৮) চিৎকার দেন। তার চিৎকার শুনে বাড়ির ও আশ পাশের লোকজন ছুটে আসেন।

পরে আশঙ্কাজনক অবস্থায় সাথে সাথে থাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বেলা ১২টার সময় কর্তব্যরত চিকিৎসকরা হামিদাকে মৃত ঘোষণা করেন।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
(ঢাকাটাইমস/০৮আগস্ট/প্রতিনিধি/ইএস)