ঝিনাইদহ বিআরটিএ অফিসের দুই দালালের জেল

প্রকাশ | ০৮ আগস্ট ২০১৭, ২০:৫০

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস

ঝিনাইদহ বিআরটিএ অফিসে অভিযান চালিয়ে দুই দালালকে কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের দুই হাজার টাকা করে জরিমানাও করা হয়।

মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাফর সাদিক চৌধুরী এ সাজা দেন।
সাজাপ্রাপ্তরা হলেন- রাজিব হোসেন ও মিজানুর রহমান।

আদালত সূত্রে জানা যায়, জেলার বিআরটিএ অফিসে সেবাগ্রহীতাদের জিম্মি করে টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র এমন গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে অভিযান চালিয়ে ওই দুই জনকে আটক করা হয়। পরে আদালত বসিয়ে তাদের প্রত্যেককে ৭ দিনের কারাদ- ও ২ হাজার টাকা করে জরিমানা করা হয়।

দালালদের সাথে বিআরটিএ অফিসের কোনো কর্মকর্ত ও কর্মচারীর যোগসাজশের প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট জাফর সাদিক চৌধুরী।

উল্লেখ্য, এর আগে জেলা প্রশাসক জাকির হোসেন দুদফায় বিআরটিএ অফিসে আকস্মিক অভিযান চালিয়ে কয়েকজন দালালকে আটক করে সাজা দেন।

(ঢাকাটাইমস/০৮আগস্ট/প্রতিনিধি/ইএস)