চাঁদপুরে সাত কোটি ৭২ লাখ টাকার কারেন্ট জাল জব্দ

প্রকাশ | ০৯ আগস্ট ২০১৭, ১৮:৩৩ | আপডেট: ০৯ আগস্ট ২০১৭, ২১:০৭

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

চাঁদপুরে অবৈধ কারেন্ট জাল ধরতে অভিযান চালিয়েছে কোস্ট গার্ড।  বুধবার সকালে স্টেশান কমান্ডার লেফটেন্যান্ট সিঞ্চন আহমেদের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

এ সময় মেঘনা নদীর চাঁদপুরের লর্গিমারাচর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩৮ লক্ষ ৬২ হাজার ৬০০ মিটার অবৈধ নতুন কারেন্ট জাল জব্দ করে কোস্ট গার্ড।

জব্দকৃত কারেন্ট জালের আনুমানিক মূল্য টাকা সাত কোটি ৭২ লাখ ৫২ হাজার টাকা বলে জানা গেছে।

জব্দকৃত অবৈধ নতুন কারেন্ট জাল বুধবার বিকালে কোস্ট গার্ড জেডিতে  নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়। বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশান চাঁদপুরের স্টেশান কমান্ডার লেফটেন্যান্ট সিঞ্চন আহমেদ বলেন, দেশের মৎস্য সম্পদ রক্ষায় অবৈধ কারেন্ট জাল জব্দ ও ধ্বংসের অভিযান বাংলাদেশ কোস্ট গার্ড অব্যাহত রাখবে।

(ঢাকাটাইমস/০৯আগস্ট/প্রতিনিধি/জেবি)