বান্দরবানে বিশ্ব আদিবাসী দিবস পালিত

প্রকাশ | ০৯ আগস্ট ২০১৭, ১৯:২০

বান্দারবান প্রতিনিধি, ঢাকাটাইমস

“আদিবাসী অধিকার বিষয়ক জাতিসংঘ ঘোষণার এক দশক” পূর্তিতে বান্দরবান পালিত হয়েছে আন্তর্জাতিক আদিবাসী দিবস।

বুধবার সকালে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি স্থানীয় পুরাতন রাজবাড়ীর মাঠ থেকে শুরু হয়ে বান্দরবানের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়। র‌্যালিতে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে বিভিন্ন আদিবাসী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।

এসময় ‘আদিবাসী অধিকার বিষয়ক জাতিসংঘের ঘোষনার বাস্তবায়ন চাই’ এই শ্লোগান দেন র‌্যালিতে অংশগ্রহণকারীরা।


পরে দিবসটি উপলক্ষ্যে রাজবাড়ীর মাঠে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান  হয়।

বাংলাদেশ আদিবাসী দিবস উদযাপন কমিটির আহবায়ক লেলুং খুমীর সভাপতিত্বে এ সময়ে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুমা উপজেলা পরিষদের চেয়ারম্যান অংথোয়াইচিং মার্মা।

এসময় আরো উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বন ও ভুমি অধিকার সংরক্ষণ কমিটির সভাপতি জুয়ামলিয়ান আমলাই, বাংলাদেশ মানবাধিকার কমিশন বান্দরবান জেলা শাখার সহ-সভাপতি অং চ মং মার্মাসহ বিভিন্ন আদিবাসী সংগঠনের নেতৃবৃন্দরা।
 
আলোচনা সভায় বক্তারা সরকারকে পার্বত্য চট্রগ্রাম শান্তি চুক্তির ধারাসমুহ দ্রুত বাস্তবায়নের পাশাপাশি আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি প্রদানসহ শান্তি চুক্তির দ্রুত বাস্তবায়ন, পার্বত্য জেলায় অবৈধ বসবাসকারীদের উচ্চেদসহ আদিবাসীদের শিক্ষা, ভূমি ও জীবনের অধিকার নিশ্চিত করতে সরকারের প্রতি আহবান জানান।

(ঢাকাটাইমস/০৯আগস্ট/প্রতিনিধি/ইএস)