খরমপুর মাজারের সাত দিনের ওরস শুরু হচ্ছে আজ

প্রকাশ | ১০ আগস্ট ২০১৭, ১১:১০

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, ঢাকাটাইমস

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া খরমপুরের প্রখ্যাত আউলিয়া শাহ্ সৈয়দ আহাম্মদ গেছু দারাজ (র.) প্রকাশ্য শাহ্পীর কেল্লা বাবার মাজারের সাত দিনব্যাপী বাৎসরিক ওরস মোবারক বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। আগামী ১৪ আগস্ট সোমবার দিবাগত রাত ১২.০১ মিনিটে অনুষ্ঠিত হবে বিশেষ মোনাজাত।

সপ্তাহব্যাপী ওরস এবং মাসব্যাপী মেলাকে কেন্দ্র করে এ ওরসে আগত মাজারের ভক্ত-আশেকান জায়েরিনদের ইবাদত-বন্দিগি, নামাজ, জিয়ারত, কোরআন তেলাওয়াত, মিলাদ, তবরুক বিতরণ, মাজার এলাকায় আইন-শৃঙ্খলা, স্বাস্থ্য ও পরিবেশ সংরক্ষণ সংক্রান্ত এসব গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড নির্বিঘ্নে পালনে প্রশাসনও নিয়েছেন কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

এ ব্যাপারে ব্রাক্ষণবাড়িয়া জেলা প্রশাসক ও মাজার কমিটির সভাপতি ড. রেজুয়ানুর রহমান জানান, খরমপুর কেল্লা বাবার ওরস উপলক্ষে যেকোনো নাশকতা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ, র‌্যাব, বিজিবি, বিভিন্ন গোয়েন্দা সংস্থাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাঁচ শতাধিক সদস্য মাজার এলাকার নিরাপত্তায় নিয়োজিত থাকবে। তাছাড়া পুরো মাজার এলাকায় সিসি টিভি এবং সাদা পোশাকের পুলিশ মোতায়েন থাকবে।

(ঢাকাটাইমস/১০আগস্ট/প্রতিনিধি/জেবি)