কমলনগরে আট দোকান আগুনে পুড়ে ছাই

প্রকাশ | ১০ আগস্ট ২০১৭, ১১:২৯ | আপডেট: ১০ আগস্ট ২০১৭, ১১:৩০

লক্ষ্মীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

লক্ষ্মীপুরের কমলনগরে অগ্নিকাণ্ডে আটটি দোকান পুড়ে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার ভোররাতে উপজেলার চরলরেন্স বাজারে এ আগুনের ঘটনা ঘটে। পরে লক্ষ্মীপুর ও রামগতি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

চরলরেন্স বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন নিশাদ জানান, ভোররাত আনুমানিক চারটার দিকে বৈদ্যুতিক পিলার থেকে সর্টসার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়। এতে আল মাদানি ফাউন্ডেশন, ইব্রাহিমের হোন্ডার ওয়ার্কসপ, সিরাজের মুদি দোকান, বাবুল মেডিকেল হল, জিল্লালের পেট্রোল দোকান, সোহেল ও নিজামের ক্রোকারিজের দোকানসহ আটটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে নগদ, টাকা মোটরসাইকেল ও বিভিন্ন মালামালসহ প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় কমলনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

রামগতি ফায়ার সার্ভিস ওয়্যার হাউজ ইন্সপেক্টর মো. মইন উদ্দিন জানান, খবর পেয়ে লক্ষ্মীপুর ও রামগতি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হযনি।

(ঢাকাটাইমস/১০আগস্ট/প্রতিনিধি/জেবি)