১৫ সেপ্টেম্বর আসছে স্যামসাং গ্যালাক্সি নোট এইট

প্রকাশ | ১০ আগস্ট ২০১৭, ১৬:০১

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস

১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক বাজারে আসছে স্যামসাংয়ের গ্যালাক্সি নোট এইট। ফোনটিতে বেশ কিছু নতুন ফিচার থাকছে। এতে ফোর্স টাচ প্রেসার সেনসেটিভিটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এর আগে এই ধরনের ডিসপ্লে আইফোন ৬ এস প্লাস ও আইফোন সেভেনে ব্যবহার করা হয়েছিল। 

কোরিয়ান ইটি নিউজ জানিয়েছে, ২৩ আগস্ট ফোনটি সর্বপ্রথম নিউ ইয়র্কের বাজারে আসবে। এরপর ১৫ সেপ্টেম্বর পৃথিবীর বিভিন্ন দেশে পাওয়া যাবে। 

স্যামসাংয়ের নতুন ফোনটিতে থাকছে ৬.৩ ইঞ্চির ডিসপ্লে। এতে ডুয়েল রিয়ার ক্যামেরা থাকছে। ফুল স্ক্রিন ডিসপ্লের এই ফোনটিতে কেনার জন্য ১ সেপ্টেম্বর থেকে প্রি-অর্ডার নেয়া শুরু হবে। প্রি-অর্ডার চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। 

ইনফিনিটি ডিসপ্লে সমৃদ্ধ এই ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৩৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফেস রিকগনিশনের জন্য এতে থ্রিডি মডিউল ব্যবহার করা হয়েছে। 

(ঢাকাটাইমস/১০আগস্ট/এজেড)