চুয়াডাঙ্গায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশ | ১০ আগস্ট ২০১৭, ১৬:৫০

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কান্তিপুর সেতুর কাছে মাথাভাঙ্গা নদীতে ডুবে তৌফিক (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

দীর্ঘ ২২ ঘণ্টা পর দুপুর ১২টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত তৌফিক মেহেরপুর জেলার গাংনী উপজেলার আমতলি গ্রামের মখলেছ আলীর ছেলে।

আলমডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) লুতফুল কবির জানান, বুধবার দুপুরে মেহেরপুর গাংনী উপজেলার আমতলী গ্রামের শিশু তৌফিক চাচাতো ভাইয়ের সাথে পার্শ্ববর্তী মাথাভাঙ্গা নদীতে গোসল করতে নামে। এরপর সে পানিতে ডুবে যায়। খবর পেয়ে আলমডাঙ্গা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর একটি দলসহ এলাকার লোকজন অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যা পর্যন্ত তার লাশ উদ্ধার করতে পারেনি।

এরপর বৃহস্পতিবার সকালে এলাকাবাসী আলমডাঙ্গা কান্তিপুর ব্রীজের কাছে মাথাভাঙ্গা নদীতে লাশ ভাসতে দেখে আলমডাঙ্গা থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।

(ঢাকাটাইমস/১০আগস্ট/প্রতিনিধি/এলএ)