এমপি লিটন হত্যা: চারজনের সাক্ষ্যগ্রহণ

প্রকাশ | ১০ আগস্ট ২০১৭, ১৭:৩৪ | আপডেট: ১০ আগস্ট ২০১৭, ১৭:৩৬

গাইবান্ধা প্রতিনিধি, ঢাকাটাইমস

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলায় চারজন আদালতে সাক্ষ্য দিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রাশেদা সুলতানার আদালতে তাদের সাক্ষ্যগ্রহণ করা হয়।

সাক্ষ্যগ্রহণের সময় লিটন হত্যা মামলা ও অস্ত্র আইন মামলার প্রধান আসামি সাবেক সাংসদ আবদুল কাদের খাঁনকে উপস্থিতি করা হয়।

অস্ত্র আইন মামলায় যারা সাক্ষী দিয়েছেন তারা হলেন- জহুরুল ইসলাম, ফিরোজ কবীর, রবিউল ইসলাম ও জাহেদুল ইসলাম।

এর আগে গত ১৮ জুলাই অস্ত্র আইন মামলার তদন্ত কর্মকর্তা সুন্দরগঞ্জ থানার সাবেক (ওসি, তদন্ত) আশরাফুজ্জামান আদালতে সাক্ষ্য দেন।

জেলা ও দায়রা জজ আদালতে পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. শফিকুল ইসলাম শফিক ঢাকাটাইমসকে জানান, ‘অস্ত্র আইন মামলার ধার্য তারিখ অনুযায়ী চারজন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন। এ সময় আদালতে মামলার প্রধান আসামি সাবেক এমপি আবদুল কাদের খাঁন আদালতে উপস্থিত ছিলেন।

গত বছরের ৩১ ডিসেম্বর সন্ধ্যায় সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গার দক্ষিণ সাহাবাজ গ্রামের নিজ বাড়িতে গুলিতে নিহত হন আওয়ামী লীগ দলীয় সাংসদ মঞ্জুরুল ইসলাম লিটন। পরে হত্যাকাণ্ডের ব্যবহার করা একটি পিস্তুল সাবেক সাংসদ আবদুল কাদের খাঁনের ছাপরহাটি গ্রামের বাড়ির উঠানের মাটির নিচ থেকে উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় হত্যা মামলা ছাড়াও অস্ত্র আইনে কাদের খাঁনের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় মামলা হয়।

ঢাকাটাইমস/১০এপ্রিল/প্রতিনিধি/এমআর