শেরপুরে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

প্রকাশ | ১০ আগস্ট ২০১৭, ২১:০৩

শেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

শেরপুরে শিশু ধর্ষণ মামলার রায়ে মনির হোসেন নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকালে শিশু আদালতের বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোসলে উদ্দিন এ রায়  ঘোষণা করেন।

শিশু আদালতের সরকারি আইনজীবী গোলাম কিবরিয়া বুলু জানান, জেলার নকলা উপজেলার ওই শিশু কন্যা পার্শ্ববর্তী মাওরা গ্রামে তার নানা বাড়িতে বেড়াতে যায়। ২০১৫ সালের ২৬ জুন বেলা ১১ টার দিকে ওই শিশু কন্যাকে বাড়িতে একা রেখে তার নানী মাঠ থেকে গরু আনতে যান। এসময় ওই শিশুর মামার শ্যালক মনির হোসেন (২৬) ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে শিশুটিকে কান্না করতে দেখে কান্না করার কারণ জানতে চাইলে নানীকে ধর্ষণের কথা জানায় শিশুটি। এঘটনায় শিশুটির বাবা রাশিদুল ইসলাম বাদী হয়ে নকলা থানায় মামলা দায়ের করেন। এরপর ২০১৬ সালের ২৯ নভেম্বর মামলার চার্জ গঠন হলে ৯ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় প্রদান করেন।

(ঢাকাটাইমস/১০আগস্ট/প্রতিনিধি/ ইএস)