দিবা-রাত্রির টেস্টের জন্য ইংল্যান্ডের দল ঘোষণা

প্রকাশ | ১১ আগস্ট ২০১৭, ১২:২৮

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

ইংল্যান্ডের প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে দিবা-রাত্রির টেস্ট। এই ম্যাচে ইংলিশদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। আগামী ১৭ আগস্ট বার্মিংহামের এজবাস্টনে শুরু হবে ম্যাচটি। এই ম্যাচের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড।

এই দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন সারের ওপেনিং ব্যাটসম্যান মার্ক স্টোনম্যান ও হ্যাম্পশায়ারের লেগস্পিনার ম্যাসন ক্রেন। এজবাস্টন টেস্টে এই দু’জনেরই অভিষেক হতে পারে।

কয়েকদিন আগে সাউথ আফ্রিকার বিপক্ষে চার ম্যাচ টেস্ট সিরিজ শেষ করেছে ইংল্যান্ড। এই সিরিজটি ৩-১ ব্যবধানে জিতে নিয়েছে ইংলিশরা। ক্যারিবীয়দের বিপক্ষে তিনটি টেস্ট, একটি টি-টোয়েন্টি ও পাঁচটি ওয়ানডে ম্যাচ খেলবে ইংল্যান্ড।  

প্রথম টেস্টে ইংল্যান্ড স্কোয়াড: জো রুট (অধিনায়ক), মঈন আলী, জেমস অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), স্টুয়ার্ট ব্রড, অ্যালেস্টার কুক, ম্যাসন ক্রেন, ডাউইড মালান, টবি রোল্যান্ড-জোন্স, বেন স্টোকস, মার্ক স্টোনম্যান, টম ওয়েস্টলি, ক্রিস ওয়েকস।

(ঢাকাটাইমস/১১ আগস্ট/এসইউএল)