দিনাজপুরের বড় ময়দানে ঈদের জামাত সকাল সাড়ে ৮টায়

প্রকাশ | ১১ আগস্ট ২০১৭, ১৭:১৬

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর

উপমহাদেশের সর্ববৃহৎ ঈদুল আজহার প্রধান জামাত এবার অনুষ্ঠিত হবে দিনাজপুরের গোর-এ-শহীদ বড় ময়দানে। ঈদের দিন সকাল সাড়ে ৮টায় এ জামাত অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসনের গঠিত সমন্বয় কমিটি।

সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ঈদুল আজহার আদায়ের লক্ষে ইতো মধ্যে মাঠ পরিচর্যার কাজ শুরু হয়েছে। মাঠের মাটি ও বালু’তে লাগানো হচ্ছে ঘাস।

দিনাজপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আসন্ন পবিত্র ঈদুল আজহা উদযাপন প্রস্তুতিমূলক বৈঠকে এ সিদ্ধান্ত গৃহিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মীর খায়রুল আলম।

প্রসঙ্গত, ঈদুল ফিতরে এ মাঠে প্রায় সাড়ে ৪ লাখ মুসল্লির সমাগমে অনুষ্ঠিত হয় উপমহাদেশের সর্ববৃহৎ ঈদের জামাত। উপমহাদেশের সর্ববৃহৎ এই ঈদের জামাত কয়েকটি টেলিভিশন চ্যানেল সরাসরি সম্প্রচার করে।

(ঢাকাটাইমস/১১আগস্ট/এসএএস/এলএ)