সিরাজদিখানে আসকর আলীর শাস্তির দাবিতে মানববন্ধন

প্রকাশ | ১১ আগস্ট ২০১৭, ১৭:৩৫

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের আসকর আলীর দায়েরকৃত ‘মিথ্যা’ মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী ও স্থানীয় সাংবাদিক। শুক্রবার বেলা ১১টায় ঢাকা-মাওয়া মহাসড়কের কুচিয়ামোরায় এই কর্মসূচি পালিত হয়।

আসকর আলীর বিরুদ্ধে জাতীয় দৈনিক সংগ্রাম, রুদ্র বাংলা ও সাপ্তাহিক ক্রাইম পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ায় ক্ষীপ্ত হয়ে মুন্সীগঞ্জ কোর্টে  সংবাদিকসহ এলাকাবাসী বিরুদ্ধে একটি মামলা করে আসকর আলী। 

মানববন্ধনে এলাকাবাসী বলেন, উপজেলার কেয়াইন ইউনিয়নের বর্বতা গ্রামে প্রায় ১৫০টি পরিবারের জমি দখল ও ভুয়া কাগজপত্র দেখিয়ে জমি দখল করে নিয়েছে আসকর আলী।   এর প্রতিবাদে এই মানববন্ধন কর্মসূচি পালন করছি। অবিলম্বে এই  মানববন্ধন থেকে মিথ্যা মামলা  প্রত্যাহার ও ভূমিদস্যূ আসকর আলীকে আইনের আওয়াতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাই।

(ঢাকাটাইমস/১১আগস্ট/প্রতিনিধি/এলএ)