যাত্রীর পেটে ১৪ সোনার বার

প্রকাশ | ১৩ আগস্ট ২০১৭, ১৯:৩২

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
ফাইল ছবি

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে এক যাত্রীর পেট থেকে ১৪টি সোনার বার উদ্ধার করেছে শুল্ক ও গোয়েন্দা অধিদপ্তর।

রবিবার সকালে দুবাই থেকে আসা একটি ফ্লাইটের যাত্রী আবুল মনসুর পেটে করে সোনার বারগুলো আনেন। যার ওজন ১ কেজি ৬২৪৫ গ্রাম।

আবুল মনসুরের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায়। অবৈধভাবে সোনার বার পাচার করায় তাকে আটক করা হয়েছে বলে জানান শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নূরুল হুদা আজাদ।

তিনি জানান, সকালে দুবাই থেকে আগত বিমান যাত্রী আবুল মনসুর গ্রিন চ্যানেল অতিক্রমকালে তার গতিবিধি সন্দেহ হলে তাকে আটক করে জিজ্ঞাসাবাদের পর সে স্বীকার করে তার পেটের ভেতরে (রেক্টামে) সোনা এনেছে।

পরে বিশেষ কৌশলে তার পেটের ভেতর থেকে ১৪টি বার বের করে আনা হয়। বিকালে তাকে আটক দেখিয়ে আইনের আওতায় আনা হয়।

(ঢাকাটাইমস/১৩আগস্ট/প্রতিনিধি/জেডএ)