বিহারি ক্যাম্প উচ্ছেদ দুই সপ্তাহের জন্য স্থগিত

প্রকাশ | ১৩ আগস্ট ২০১৭, ১৯:৫৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

রাজধানীর মিরপুরে অবস্থিত উর্দুভাষী বিহারি ক্যাম্পগুলো উচ্ছেদ বন্ধে দুই সপ্তাহের জন্য স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে উচ্ছেদের আগে তাদের কেন পুনর্বাসন করা হবে না তা জানতে চেয়ে রুলও জারি করেছেন।

দুই সপ্তাহের মধ্যে গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রসহ ২২ জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. সেলিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রবিবার এই নির্দেশ দেন।

আদালত বলেন, আগামী ২৪ আগস্ট পর্যন্ত রাজধানীর পল্লবীর ২, ৩ ও ৫ নং ওয়ার্ড ও মিরপুর সেকশন-১০,১১ ও ১২ তে অবস্থিত উর্দুভাষীদের ক্যাম্পের উচ্ছেদের উপর স্থগিতাদেশ দেয়া হল।

রিট আবেদনের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন, হাফিজুর রহমান খান ও  তাসলিমা ইয়াসমিন।

মিরপুরে উর্দুভাষীদের ক্যাম্পে বিনা নোটিশে ও পুনর্বাসন ছাড়া ডিএনসিসি উচ্ছেদ অভিযান চালালে উর্দুভাষী ছাত্র আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মাকসুদ আলম, মো. জীবন ও নাদের ইসলাম অভিযানকে চ্যালেঞ্জ করে গত ৬ আগস্ট এই রিট আবেদন করেন।

ঢাকাটাইমস/১৩আগস্ট/এমএবি/এমআর