ঘষিয়াখালী নৌ-চ্যানেলে নৌযান চলাচল স্বাভাবিক

প্রকাশ | ১৩ আগস্ট ২০১৭, ২২:৩৭

বাগেরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস

বাগেরহাটের রামপালে কার্গো শ্রমিকদের উপর হামলা ও নৌযান ভাঙচুরের প্রতিবাদে শ্রমিকদের বন্ধ করে দেয়া ঘষিয়াখালী নৌ-চ্যানেলে নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে। রবিবার বিকালে রামপাল উপজেলার কালিগঞ্জ খেয়াঘাটে শ্রমিকদের সাথে উপজেলা প্রশাসনের ফলপ্রসূ বৈঠকের পর ওই চ্যানেলে নৌযান চলাচল স্বাভাবিক হয়।

প্রায় তিন ঘণ্টা বৈঠকের পর এই নৌরুটটিতে নৌযান চলাচল স্বাভাবিক হয়।

সকাল থেকে আকস্মিকভাবে বাংলাদেশ লঞ্চ লেবার শ্রমিক অ্যাসোসিয়েশনের শ্রমিকরা তাদের উপর হামলা ও ভাঙচুরের প্রতিবাদে এই নৌরুটটি বন্ধ ঘোষণা করে।

রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার কুমার পাল বলেন, বৈঠকে ড্রেজার কর্তৃপক্ষ তাদের ভুলের জন্য দুঃখ প্রকাশ করেছে। নৌযান ভাঙচুর ও ওই নৌযানের শ্রমিকদের মারধর করার জন্য ড্রেজার কর্তৃপক্ষ ক্ষতিপূরণ হিসেবে নগদ এক লাখ টাকা পরিশোধ করায় সন্ধ্যা থেকে ঘষিয়াখালী নৌচ্যানেলে নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে।

(ঢাকাটাইমস/১৩আগস্ট/প্রতিনিধি/এলএ)