অবৈধ বালু উত্তোলন, শেরপুরে ছয়টি স্যালো মেশিন ধ্বংস

প্রকাশ | ১৪ আগস্ট ২০১৭, ১৯:৩৩

শেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ছয়টি স্যালো মেশিন ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার বিকালে উপজেলার নলকুঁড়া ইউনিয়নের ফুলহাড়ি গ্রামের পাহাড়ি ঝোড়া ও সন্ধ্যাকুঁড়া গ্রামের মহারশি নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।

এদিন উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিককুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওইসব স্যালো মেশিন ধ্বংস করেন।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, দীর্ঘদিন ধরে এক শ্রেণির অসাধু চক্র সীমান্তবর্তী বিভিন্ন পাহাড়ি নদী ও ঝোড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে নলকুঁড়া ইউনিয়নের ফুলহাড়ি গ্রামের পাহাড়ি ঝোড়া ও সন্ধ্যাকুঁড়া গ্রামের মহারশি নদীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় আদালত অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ছয়টি স্যালো মেশিন জব্দ করে তা ধ্বংস করে দেন।

তবে আদালতের উপস্থিতি টের পেয়ে অবৈধ বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়। অভিযান পরিচালনাকালে থানা পুলিশ ও  বিজিবি সদস্যরা আদালতকে সহযোগিতা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এ জেড এম শরীফ হোসেন অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন,  এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

(ঢাকাটাইমস/১৪আগস্ট/প্রতিনিধি/জেবি)