সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি

প্রকাশ | ১৪ আগস্ট ২০১৭, ২১:৫১

সুনামগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। সকাল থেকে সুরমা নদীর পানি বেড়ে পৌর এলাকার ষোলঘর, কাজীরপয়েন্ট, পশ্চিমবাজার, তেঘরিয়া, সাহেব বাড়ির ঘাট, বড়পাড়া, মল্লিকপুর, ওয়েজখালী, জলিলপুরসহ বেশকিছু এলাকায় বন্যার পানি প্রবেশ করেছে।

বিকাল ৩টায় সুনামগঞ্জের ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি বিপদ সীমার ৯৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বৃষ্টি কম হলেও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুরমা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। কয়েক দিন ধরে বন্যার কারণে কয়েক লাখ মানুষ পানিবন্দি রয়েছেন। প্রত্যন্ত এলাকার অনেকেই আশ্রয়হীন হয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছে উপজেলা সদরে ও আশ্রয়কেন্দ্রগুলোতে ক্ষতিগ্রস্ত মানুষ। উৎকণ্ঠায় আছেন খেঁটে খাওয়া দিনমজুর পরিবারগুলোসহ জেলার লাখ লাখ জনসাধারণ।

বন্যার কারণে সদর, তাহিরপুর, বিশ্বম্ভরপুর, দোয়ারাবাজার, দিরাই, জামালগঞ্জ, ধর্মপাশাসহ ১১টি উপজেলার ১০ হাজারের অধিক ঘর-বাড়িতে পানি প্রবেশ করেছে। অনেক পরিবার গৃহহীন হয়ে পড়েছে। অনেকেই বসত-বাড়ি রক্ষায় প্রাণপন চেষ্টা করছে।

এছাড়া ২০ হেক্টর আমন ধানের বীজতলা, ৫০০০ হেক্টর রোপা আমন নষ্ট হয়ে গেছে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক ভুইয়া জানান, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের জন্য সকাল থেকে সুরমা নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে। বৃষ্টি কম হলেও পাহাড়ি ঢল বন্যা পরিস্থির অবনতি ঘটাচ্ছে। তবে সুরমা নদী দিয়ে পানি খুব ধীর গতিতে প্রবাহিত হচ্ছে।

(ঢাকাটাইমস/১৪আগস্ট/প্রতিনিধি/এলএ)