ছাত্রকে শিক্ষিকার ধর্ষণ, ১০ লাখ ডলার জরিমানা

প্রকাশ | ১৫ আগস্ট ২০১৭, ১৯:৪২ | আপডেট: ১৫ আগস্ট ২০১৭, ১৯:৪৮

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

পনের বছর বয়সী এক ছাত্রকে ধর্ষণের দায়ে যুক্তরাষ্ট্রের এক নারী শিক্ষককে ১০ লাখ ডলার জরিমানা পরিশোধের নির্দেশ দিয়েছে আদালত। খবর দ্য ইন্ডিপেনডেন্টের।

সোমবার যুক্তরাষ্ট্রের ওকলাহোমা সিটির বিচারক রবিন কাউথ্রন এই মামলার রায়ে বলেছেন, ৩১ বছর বয়সী জেনিফার কাসওয়েলের সঙ্গে ঐ ছেলের সম্পর্কের কারণে তার মারাত্মক ‘আবেগীয় যন্ত্রণা’ সৃষ্টি হয়েছে।  

স্থানীয় একটি পত্রিকা জানায়, ২০১৫ সালে ধর্ষণের শিকার ঐ কিশোর ও তার বাবা হলিস পাবলিক স্কুল কর্তৃপক্ষ এবং জেনিফার কাসওয়েলের বিরুদ্ধে মামলা করেন। স্কুলের শ্রেণীকক্ষেই ঐ কিশোরকে ধর্ষণ করেন জেনিফার।

বিচারক কাউথ্রন জানান, এই ঘটনার কারণে ঐ কিশোর বিষণ্নতা, নির্লিপ্ততা এবং প্রকাশিত ঘটনাগুলোর জন্য নিজেকে দোষারোপ করছে।

‘তার কমিউনিটি এবং অপরিচিত লোকেরা তাকে এই ঘটনা সম্পর্কে জিজ্ঞাসা করত। এই কারণেই তাকেই প্রায়ই বিব্রতকর অবস্থায় পড়তে হয়েছে। ঐ কিশোরকে এখন নতুন স্কুলে ভর্তি হতে হয়েছে। যেখানে তাকে কেউ চেনে না।’

আদালত ঐ শিক্ষিকাকে ২০১৫ সালে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছিল। তবে দোষ স্বীকার করায় তাকে পাঁচ বছর সাজা কমিয়ে ১০ বছর কারাদণ্ড দেয়া হয়।    

(ঢাকাটাইমস/১৫আগস্ট/এসআই)