রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে প্রাণ গেল বৃদ্ধের

প্রকাশ | ১৫ আগস্ট ২০১৭, ২২:৪২ | আপডেট: ১৫ আগস্ট ২০১৭, ২২:৫১

অনলাইন ডেস্ক

রাজধানীর গুলিস্তান এলাকায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার নাম আবদুল জলিল (৫৫)।

মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত আবদুল জলিলের চাচাতো ভাই আক্তার হোসেন বলেন, মঙ্গলবার বেলা ১১টার দিকে ছোট মেয়ে সোনিয়ার গেন্ডারিয়ার বাসায় আসার জন্য ফতুল্লা থেকে একটি বাসে ওঠে তিনি। পথে অজ্ঞান পার্টির সদস্যরা তাকে চেতনানাশক ওষুধ দিয়ে অচেতন করে তার সঙ্গে থাকা পাঁচ থেকে ছয় হাজার টাকা নিয়ে যায়। বাসটি গুলিস্তানে পৌঁছানোর পর তার পকেটে থাকা মোবাইল নম্বর নিয়ে তার ছোট মেয়ের স্বামী শাহাদত হোসেনকে ফোন করা হয়। পরে শাহাদত হোসেন এসে অচেতন অবস্থায় আবদুল জলিলকে দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের ৮০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আটটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত আবদুল জলিল নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় নিরাপত্তাকর্মীর কাজ করতেন। তার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের টুঙ্গিবাড়ি থানায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক বাচ্চু মিয়া বলেন, এ ধরনের খবর আমার জানা নেই।

(ঢাকাটাইমস/১৫আগস্ট/এএ/জেবি)