মেইজুর শক্তিশালী ব্যাটারির ফোন

প্রকাশ | ১৬ আগস্ট ২০১৭, ১০:৪৩

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস

চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান মেইজুর নতুন একটি ফোনের ছবি তথ্য ফাঁস হয়েছে। ফোনটির মডেল মেইজু মি৬ নোট। সম্প্রতি এই ফোনটির ব্যাক প্যানেলের ছবি প্রকাশ হয়েছে। প্রকাশিত তথ্য মতে এতে শক্তিশালী ব্যাটারি থাকছে। এছাড়াও এতে ডুয়েল রিয়ার ক্যামেরা ব্যবহার করা হয়েছে। 

জানা গেছে, মেইজুর তাদের নতুন এই নোটটি ২৩ আগস্ট বাজারে ছাড়বে। ব্যাক প্যানেলের ছবিতে দেখা গেছে রিয়ারে দুইটি ক্যামেরার মডিউল একটার নিচে আরেকটা থাকছে। 

মেইজুর নতুন এই ডিভাইসটিতে থাকছে হেলিও পি২৫ চিপসেট। এতে ৫.৫ ইঞ্চির এলসিডি ডিসপ্লে রয়েছে। এতে ফুল এইচডি রেজুলেশন পাওয়া যাবে। 

ব্যাকআপের জন্য ফোনটিতে আছে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি।

দুইটি ভার্সনে ফোনটি পাওয়া যাবে। একটিতে থাকবে ৩ জিবি র‌্যাম এবং ৩২ জিবি রম। অন্য ভার্সন পাওয়া যাবে ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি রমে। 
প্রথম ভার্সনটির মূল্য হবে ২৪০ ডলার।

(ঢাকাটাইমস/১৬আগস্ট/এজেড)