হাওরে বাঁধ দুর্নীতি: যুবলীগ নেতা চপল গ্রেপ্তার

প্রকাশ | ১৬ আগস্ট ২০১৭, ১৬:৪৫ | আপডেট: ১৬ আগস্ট ২০১৭, ১৬:৪৭

সুনামগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

সুনামগঞ্জের হাওরের বাঁধ নির্মাণে অনিয়ম, দুর্নীতি ও কর্তব্যে অবহেলায় দায়ের করা মামলার আসামি ঠিকাদার ও যুবলীগ নেতা খায়রুল হুদা চপলকে গ্রেপ্তার করেছে দুদক।

মঙ্গলবার রাত ১২টায় সিঙ্গাপুর যাওয়ার পথে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমারবন্দর থেকে তাকে আটক করা হয়।

চপল নূর ট্রেডিংয়ের স্বত্বাধিকারী, সুনামগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক ও জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজের সভাপতি এবং এফবিসিসিআই পরিচালক। তিনি সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান নরুল হুদা মুকুটের ছোট ভাই।  

বছরের শুরুতে জেলায় বিভিন্ন হাওরে বোরো ধান রক্ষায় কোটি কোটি টাকা বরাদ্দ হলেও ৪০ ভাগ কাজ হয়নি। যার ফলে সামান্য বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে হাওরের ৯০ ভাগ বোরো ধান পানিতে তলিয়ে যায়। এরপর অনিয়ম, দুর্নীতি ও কর্তব্যে অবহেলার অভিযোগে গত ২ জুলাই সুনামগঞ্জ সদর থানায় পানি উন্নয়ন র্বোডের (পাউবো) সংশ্লিষ্ট কর্মকর্তা ও ঠিকাদারসহ ছয়জনকে আসামি করে মামলা করে দুদক। এর মধ্যে ৪৬ জনেই ঠিকাদার। অন্যদিকে সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির পক্ষে সাধারণ সম্পাদক আব্দুল হক বাদী হয়ে গত ৩ আগস্ট ১৪০ জনকে আসামি করে মামলা করেন। এর মধ্যে খায়রুল হুদা চপল একজন। ওই মামলায় এ পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৬আগস্ট/প্রতিনিধি/জেবি)