লাশ হয়ে মাধবপুরে ফিরল কলেজছাত্র বিজয়

প্রকাশ | ১৬ আগস্ট ২০১৭, ১৯:২৯

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস

হবিগঞ্জের মাধবপুরের এক কলেজছাত্র রাজধানী ঢাকায় খুন হয়েছেন। তার নাম আল আমিন বিজয়।

মঙ্গলবার রাতে মিরপুরের হার্ট ফাউন্ডেশনের পেছনে বড়বাগ এলাকার ৩৭/১ নম্বর পাঁচ তলা বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে তার হাত পা বাঁধা তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত বিজয় হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের কালিকাপুর গ্রামের আনোয়ার হোসেন আনু মিয়ার ছেলে এবং ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।

নিহতের পারিবারিক সুত্রে জানা যায়, আল আমিন ১৩১/১ মালিবাগ প্রথম লেনের একটি বাড়ির নিচতলার মেসে থাকতেন। অসুস্থতার জন্য আড়াই মাস আগে বাড়িতে চলে আসেন। রবিবার আল আমিন ঢাকায় ফিরে যান। তার সঙ্গে একই এলাকার আলম ওরফে রিপন নামে এক যুবক ঢাকায় এসে তার মেসে উঠে।

ওই মেসের আল আমিনের বন্ধু জসিম উদ্দিন বলেন, সোমবার বিকেলে আল আমিন ওই যুবককে সঙ্গে করে মেস থেকে বেরিয়ে যায়। যাওয়ার সময় বলে যায়, মগবাজার আলম ওরফে রিপনকে বাসে তুলে দিয়ে মেসে ফিরবেন। রাত ৮ টার দিকে আল আমিনের বাবা আনোয়ার হোসেন আনু মিয়ার কাছে ফোন করে ছেলের মুক্তিপণ বাবদ ১ লাখ টাকা দাবি করে অজ্ঞাত এক যুবক। আল আমিনের মোবাইল ফোন থেকেই তার বাবার কাছে ফোন দেওয়া হয়। এরপরই আল আমিনের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় জসীম উদ্দিন শাজানপুর থানায় একটি জিডি করেছেন।

এদিকে ছেলের মৃত্যুর খবরে পরিবারে চলছে শোকের মাতম।

(ঢাকাটাইমস/১৬আগস্ট/প্রতিনিধি/ ইএস)