১৭ আগস্ট উপলক্ষ্যে রাবি ছাত্রলীগের কালো পতাকা মিছিল

প্রকাশ | ১৭ আগস্ট ২০১৭, ১৭:৪৩

রাবি প্রতিনিধি, ঢাকাটাইমস

বিএনপি-জামায়াত জোট সরকার আমলে ২০০৫ সালের ১৭ আগস্ট দেশের ৬৩ জেলায় একযোগে সিরিজ বোমা হামলার প্রতিবাদে কালো পতাকা মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ছাত্রলীগের দলীয় টেন্ট থেকে মিছিলটি বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে পূর্বের স্থানে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, জামাত-শিবির জঙ্গিদের সাথে যোগ দিয়ে বিভিন্ন স্থানে সন্ত্রাসী হামলা চালাচ্ছে। জঙ্গিরা আমাদের মাঝেই আছে, তাদেরকে প্রশ্রয় দেওয়া যাবে না। রুখে দাঁড়াতে হবে। সেই সাথে জঙ্গিবাদের বিরুদ্ধে সকলকে সচেতন করে তুলতে হবে। এই বার্তাগুলো প্রত্যেক পরিবারের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সহসভাপতি সাদ্দাম হোসেন, হাবিবুল্লাহ নিক্সন, মাহফুজ আল আমিনঅহপযড়ৎ, যুগ্ম সাধারণ সম্পাদক কে এম সাদ্দাম হোসাইন সজীব, শেখ মামুন, সরকার ডন, দপ্তর সম্পাদক আবুল বাশার আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৭আগস্ট/প্রতিনিধি/ইএস)