ত্রিপুরায় ডাকাত সন্দেহে পাঁচ বাংলাদেশি আটক

প্রকাশ | ১৭ আগস্ট ২০১৭, ১৯:১৪

আখাউড়া প্রতিনিধি, ঢাকাটাইমস

ভারতের ত্রিপুরায় সন্দেহভাজন পাঁচ বাংলাদেশিকে আটক করেছে পুলিশ। রাজ্যের পশ্চিম চন্দ্রপুরের এক বাড়িতে ওই পাঁচ বাংলাদেশি নাগরিক আশ্রয় নিয়েছিল। এরা ডাকাতির উদ্দেশ্যে সমবেত হয়েছিল বলে ত্রিপুরা পুলিশ ধারণা করছে। সন্দেহভাজন ওই পাঁচ বাংলাদেশির সঙ্গে বাড়ির মালিক মঞ্জুর হোসেন নামক এক ব্যক্তিকেও গ্রেপ্তার করেছে পুলিশ।

ধৃতরা হলেন-গোপালগঞ্জের শেখ মজিত, শেখ উজ্জল, বাবুল হালধার, যশোরের মুহাম্মদ মিন্টু বৈদ্যকর ও মাদালিপুরের শেখ নজরুল ইসলাম।

জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে ত্রিপুরা রাজ্যের ধর্মনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত চক্রবর্তীর নেতৃত্বে মঙ্গলবার দিবাগত গভীর রাতে পশ্চিমচন্দ্রপুর গ্রামের মঞ্জুর হোসেনের  বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঘুমন্ত অবস্থায় ওই পাঁচজনকে আটক করে পুলিশ। এ সময় তল্লাশি করে তাদের কাছ থেকে দুটি স্ক্রু ড্রাইভার, একটি বড় টর্চলাইট, স্লাইভিং রেঞ্জ, চারটি মোবাইল ফোনসহ কাগজপত্র জব্দ করে পুলিশ।

তাদের কাছ থেকে উদ্ধার হওয়া জিনিসপত্র দেখে ধর্মনগর থানার ওসির ধারণা কোথাও ডাকাতি বা নাশকতা সংঘটিত করতে এরা ওই বাড়িতে সমবেত হয়েছিল। পুলিশের জিজ্ঞাসাবাদে বাংলাদেশিরা জানায়, তারা সোনামুড়া সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ত্রিপুরায় প্রবেশ করে।

(ঢাকাটাইমস/১৭আগস্ট/প্রতিনিধি/জেডএ)