স্পেনে দ্বিতীয় দফা হামলার চেষ্টা, পাঁচ হামলাকারী নিহত

প্রকাশ | ১৮ আগস্ট ২০১৭, ০৮:৫৯ | আপডেট: ১৮ আগস্ট ২০১৭, ১৬:০৮

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

স্পেনের বার্সেলোনায় পথচারীদের ওপর কাভার্ডভ্যান উঠিয়ে ১৩ জনকে হত্যার পর দ্বিতীয় দফা হামলার চেষ্টা হয়েছে দেশটির অন্য একটি শহরে। তবে এবারের হামলা ঠেকিয়ে দিয়েছে দেশটির পুলিশ। হামলার চেষ্টার আগেই পাঁচ হামলাকারী গুলি করে হত্যা করা হয়েছে বলে দেশটির পুলিশ দাবি করছে। খবর বিবিসি, গার্ডিয়ানের।

বার্সেলোনায় হামলার কয়েক ঘণ্টা পর  স্পেনের কাতালোনিয়ার উপকূলীয় শহর ক্যামব্রিলসের কাছে এই ঘটনা ঘটে।

ক্যামব্রিল পুলিশের মুখপাত্র জানিয়েছেন, হামলার চেষ্টার সময় চারজনকে গুলি করে হত্যা করা হয়েছে। এছাড়া গুলিতে আরেক হামলাকারী আহত হয়েছে। পরে তারও মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক পুলিশ সদস্য ও ছয় পথচারী আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত পুলিশ সদস্যর অবস্থা গুরুতর নয়। তবে আহত পথাচারীদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। হামলাকারীদের বিস্ফোরক ভর্তি বেল্ট পড়া ছিল বলে জানিয়েছে স্প্যানিস পুলিশ। হতাহতদের নামপরিচয় জানায়নি পুলিশ।

স্পেনের মিডিয়ার বরাত দিয়ে বলা হয়েছে, ক্যামব্রিলস বন্দরের কাছে একটি ভ্যান কয়েকজন লোককে ধাক্কা দিয়ে আহত করে। এর পরপরই পুলিশ গুলি করে চারজনকে হত্যা করে।

এর আগে গতকাল বিকালে বার্সেলোনার জনপ্রিয় পর্যটন কেন্দ্র লাস রামব্লাসে কাভার্ড ভ্যান পথচারীদের ওপর উঠিয়ে দিলে ১৩ জন নিহত হয়। আহত হয় বেশ কয়েকজন। পুলিশ একে ‘সন্ত্রাসী হামলা’ বলে উল্লেখ করেছে।

গত বছরের জুলাই থেকে ইউরোপের বিভিন্ন দেশে ভিড়ের মধ্যে গাড়ি তুলে দিয়ে হামলা চালিয়েছে জঙ্গি। নিস, বার্লিন, লন্ডন এবং স্টকহোমে এই ধরনের হামলায় শতাধিক লোক মারা যায়।

ঢাকাটাইমস/১৮আগস্ট/এমআর