যশোর মেডিকেলের কর্মচারীদের মানববন্ধন

প্রকাশ | ১৮ আগস্ট ২০১৭, ১৫:৩২

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস

যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ৬৫ জন আউটসোসিং কর্মচারী বেতন থেকে টাকা কেটে নেয়ার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। শুক্রবার সকালে যশোর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন হয়।

মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ঠিকাদারি প্রতিষ্ঠান উষা এসসি লিমিটেড তাদের তিন সুপার ভাইজারকে দিয়ে প্রতিমাসে ৩ লাখ ২৫ হাজার টাকা মূল বেতন থেকে কেটে নিচ্ছে। বেতনের টাকার প্রতিবাদ করলে চাকরিচ্যুত করার হুমকি দিচ্ছে। এভাবে গত ৫ বছর ধরে তাদের শ্রমের টাকা কেটে নিচ্ছে ওই প্রতিষ্ঠানটি।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- যশোর মেডিকেল কলেজ হাসপাতালের আউটসোসিং চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির সভাপতি খায়রুল হাসান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ রমজান আলী প্রমুখ।

(ঢাকাটাইমস/১৮আগস্ট/প্রতিনিধি/এলএ)