‘প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্রকারীরা আবার সোচ্চার হতে পারে’

প্রকাশ | ১৮ আগস্ট ২০১৭, ১৭:০৭ | আপডেট: ১৮ আগস্ট ২০১৭, ১৭:১০

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র আবারও হতে পারে বলে সতর্ক করলেন আওয়ামী লীগ নেতা ও খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। এ ব্যাপারে তিনি নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছেন, ‘১৯৭১ সালে মুক্তিযুদ্ধে বিজয়ের পর আনন্দে গা ভাসিয়ে জাতির জনককে হারিয়েছি। বর্তমানে উন্নয়ন ও অগ্রগতির মধ্যে দিয়ে দেশ যখন এগিয়ে নিয়ে যাচ্ছেন তখন প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্রকারীরা আবারো সোচ্চার হতে পারে।

শুক্রবার দুপুরে সাভার উপজেলা অডিটোরিয়ামে জাতীয় শোক দিবসের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। এর আগে মন্ত্রী আমিনবাজারে মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন।

কামরুল বলেন, ‘ষোড়শ সংশোধনীকে কেন্দ্র করে বিচারালয় ও বিচারকের কাঁধে ভর করে অস্থিতিশীল পরিবেশ তৈরির মাধ্যমে বিএনপি ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে।’

এসময় মন্ত্রী বলেন, ‘ষোড়শ সংশোধনীর রায় নিয়ে আমরা যখন প্রতিবাদ করছি তখন বিএনপি প্রধান বিচারপতিকে প্রটেকশন দেয়ার জন্য বিচারালয় ও বিচারকের কাঁধে পাড়া দিয়ে রাজনীতির চেষ্টা করছে। সমালোচনায় লিপ্ত রয়েছে। আজকে তাদের প্রিয়পাত্র হয়েছেন প্রধান বিচারপতি ও বিচারালয়। বিএনপি ভাবছে, বিচারালয় তাদের যেমন রক্ষা করবে তেমনি আগামীতে তাদের ক্ষমতায়ও বসাবে। মনে রাখবেন, সুপ্রিম কোর্ট সবার। কেবল প্রধান বিচারপতি ও বিচারপতিরা সুপ্রিম কোর্টের অঙ্গ নন। আইনজীবীরাও সুপ্রিমকোর্টের বিচারঙ্গনের অঙ্গ।’

মন্ত্রী আরও বলেন, ‘ষোড়শ সংশোধনী নিয়ে আজ উত্তেজনা বিরাজ করছে। এই রায়ের মাধ্যমে ইতিহাস বিকৃত করার বিরুদ্ধে মানুষ ও আইনজীবীরা যেভাবে ফুঁসে উঠেছে। সব জায়গায় একটা ক্ষোভ বিরাজ করছে। এই ক্ষোভ নিরসনের জন্যই রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল সাক্ষাৎ করেছেন। আর বিচারঙ্গনের সুব্যবস্থা ও শান্তিপূর্ণ অবস্থা ফিরিয়ে আনতেই তাদের এই সাক্ষাৎ। এটা স্বাভাবিক একটা বিষয়। কিন্তু এ নিয়ে বিএনপি যেভাবে কথাবার্তা বলছে তা আরও উত্তেজনার সৃষ্টি করছে, যা অত্যন্ত দুঃখজনক। আসলে আবারো ওয়ান ইলেভেনের পরিস্থিতিতে তৈরির জন্য বিচারালয় ও বিচারকের ওপর ভর করে বিএনপি ষড়যন্ত্র চালাচ্ছে।’

সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীবের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাসেল আহমেদ, পৌর চেয়ারম্যান আব্দুল গণি, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা।

(ঢাকাটাইমস/১৮আগস্ট/আইআই/জেবি)