জয়পুরহাটে বন্যার্তদের মাঝে বিএনপির নেতার ত্রাণ বিতরণ

প্রকাশ | ১৮ আগস্ট ২০১৭, ২২:৩৭

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস

জয়পুরহাট সদর উপজেলায় বানভাসি মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান।

আজ শুক্রবার সারাদিন ব্যাপী ভাদ্সা ইউপি সগুনাচরা দোগাছী ইউপি জিতারপুর, আমদই ইউপি গুয়াবাড়িঘাট, বম্বু ইউপি ধারকীসহ বিভিন্ন এলাকায় কয়েক হাজার বন্যাদুর্গতদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন তিনি।

সকাল থেকে বিকাল পর্যন্ত বিএনপি নেতার ত্রাণ বিতরণ অব্যাহত ছিল।

এসময়ে আরও উপস্থিত ছিলেন ছাত্র নেতা ফিরোজ আহম্মেদ, যুবদল নেতা শরিফুল, একরামুল, কনক, মুমিন খন্দকার ডালিম।

(ঢাকাটাইমস/১৮আগস্ট/প্রতিনিধি/ইএস)