গরুর মৃত্যুতে বিজেপি নেতা গ্রেপ্তার

প্রকাশ | ১৯ আগস্ট ২০১৭, ১১:১৭ | আপডেট: ১৯ আগস্ট ২০১৭, ১৭:১৩

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

গরু হত্যার অপরাধে ভারতের ছত্তিসগড়ের রাজপুর গ্রাম থেকে বিজেপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে গো-হত্যা বিরোধী আইন কঠোর করার পথে নেমেছিল গুজরাট।

অনাহার এবং যথোপযুক্ত ওষুধের অভাবে ছত্তিসগড়ে একটি গোশালায় প্রায় ২০০ টি গরুর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এর মধ্যে বেশকিছু মৃতদেহ সেখানেই পুঁতে ফেলা হয়েছে। আর বাকিগুলো অন্যত্র পুঁতে ফেলা হয়েছে বলে অভিযাগ।

গত সাত বছর ধরে জামুল নগর নিজামের গোশালায় ভাইস প্রেসিডেন্ট পদে রয়েছেন বিজেপি নেতা হরিশ ভরমা। ছত্তিসগড়ের পুলিশের পক্ষ থেকে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় গ্রেপ্তার করা হয় তাকে।

২০০৪ সালে কৃষি গবাদি সংরক্ষণ আইন অনুযায়ী, হরিশ ভরমার বিরুদ্ধে ৪ ও ৬ ধারা এবং নিষ্ঠুরতা প্রতিরোধ প্রাণী আইন অনুসারে ১১ ধারায় মামলা করা হয়েছে।

গরু মৃত্যুর খবর শুনে সেখানে যায় একদল পশু চিকিৎসক। তাদের মতে পর্যাপ্ত ওষুধ ও খাবারের অভাবেই গরুগুলোর মৃত্যু হয়েছে। ভেটেনারি ডিপার্টমেন্টের এক কর্মকর্তা জানিয়েছেন, আরও ৫০টি গরুর অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

(ঢাকাটাইমস/১৯আগস্ট/জেএস)