লক্ষ্মীপুরে ব্যাংক ডাকাতি মামলার আসামিসহ আটক ৩

প্রকাশ | ২০ আগস্ট ২০১৭, ২৩:৪৬

লক্ষ্মীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

লক্ষ্মীপুরের রামগঞ্জের জনতা ব্যাংকে ডাকাতির অন্যতম আসামি মনির হোসেন ওরফে মায়া মনিরসহ তিন সন্ত্রাসীকে আটক করছে পুলিশ।

আজ রবিবার পৃথক পৃথকভাবে অভিযান চালিয়ে সদর উপজেলায় আমান উল্যাহ পুর ও রামগঞ্জ উপজেলার উত্তর চন্ডিপুর থেকে তাদের আটক করা হয়। 

এসময় তাদের কাছ থেকে দুইটি এলজি ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। 

আটক অপর আসামিরা হচ্ছেন- সদর উপজেলার মিরিকপুর এলাকার  আরিফ হোসেন ও রুবেল। গ্রেপ্তারকৃত তিনজনই পুলিশের তালিকাভূক্ত সন্ত্রাসী ও ডাকাত। তাদের বিরুদ্ধে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার আমানউল্যাহপুর ও রামগঞ্জের উত্তর চন্ডিপুর এলাকায় অভিযান চালিয়ে  জনতা ব্যাংক রামগঞ্জ শাখা ডাকাতি মামলার অন্যতম আসামি ডাকাত মনির হোসেন ওরফে মায়া মনির ও সন্ত্রাসী আরিফ হোসেন এবং রুবেলকে গ্রেপ্তার করা হয়।

সদর  ও রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লোকমান হোসেন ও তোতা মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত তিনজন পুলিশের তালিকাভূক্ত ডাকাত ও সন্ত্রাসী। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এছাড়া অস্ত্র আইনে তাদের তিনজনের বিরুদ্ধে মামলার প্রস্তুুতি চলছে। 

(ঢাকাটাইমস/২০আগস্ট/প্রতিনিধি/ইএস)