নন্দীগ্রামে ক্ষুদে সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশ | ২১ আগস্ট ২০১৭, ১২:০৬

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি, ঢাকাটাইমস

মানসম্মত প্রাথমিক শিক্ষা এবং অন্যায় দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন কর্মসূচির মধ্যে উল্লেখযোগ্য একটি হলো উদ্ভাবনী প্রকল্প। এ প্রকল্পের অধীনে বগুড়ার নন্দীগ্রামে ক্ষুদে সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলনকক্ষে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোসা. শরীফুন্নেসা। 

উপজেলা শিক্ষা অফিসার নজরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মোসা. শরীফুন্নেসা। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন ইনডিপেনডেন্ট টেলিভিশনের বগুড়া ব্যুরো চিফ হাসিবুর রহমান বিলু। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নন্দীগ্রাম প্রেসক্লাবের সাভাপতি আব্দুল বারিক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক বকুল হোসেন প্রমুখ। 

কর্মশালায় উপজেলা ১২টি বিদ্যালয়ের ২৪ জন শিক্ষার্থী ও ১২জন শিক্ষক অংশগ্রহণ করেন। ক্ষুদে সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার প্রশিক্ষক ছিলেন, দলগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আজম ও নিশিন্দারা সারকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহানুর আলম শাহিন।

(ঢাকাটাইমস/২১আগস্ট/প্রতিনিধি/জেবি)