কারাগারের বাইরে যাওয়া-আসা করছেন শশীকলা

প্রকাশ | ২১ আগস্ট ২০১৭, ১৬:২৯ | আপডেট: ২১ আগস্ট ২০১৭, ১৬:৩২

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

পরনে কালো রঙের কুর্তা। চুলটা পিছনে বাঁধা। বাঁ হাতে একটা কালো ব্যাগ। কারারক্ষী গেট খুলে দিতেই হনহনিয়ে ভেতরে ঢুকে এলেন তিনি। এরপর নিজের কক্ষের দিকে হাঁটা শুরু করলেন।

তিনি ভারতের তামিলনাড়ু রাজ্যের প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতার ছায়াসঙ্গী ও ক্ষমতাসীন দল এআইএডিএমকের প্রধান ভিকে শশীকলা। হিসাববহির্ভূত সম্পত্তি রাখার মামলায় সাজা পাওয়া শশীকলা চার বছর কারাদণ্ডের শাস্তি ভোগ করছেন। তার বিরুদ্ধে আগেও ঘুষ দিয়ে কারাগারের মধ্যে ভিভিআইপি পরিষেবা পাওয়ার অভিযোগ উঠেছিল। সম্প্রতি বেঙ্গালুরুর পারাপ্পানা আগ্রাহারা কারাগারে তার ভিভিআইপি পরিষেবা পাওয়ার আরও একটি ভিডিও ফুটেজ সামনে এল।

মাসখানেক আগেই এই একই অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। সে সময় পারাপ্পানা আগ্রাহারা কারাগারের জ্যেষ্ঠ কর্মকর্তা ডি রূপা অভিযোগ করেছিলেন, কারাগারে সাধারণ বন্দিদের মতো নয়, বরং বহাল তবিয়তেই সমস্ত আধুনিক সুযোগ-সুবিধা নিয়ে দিন কাটাচ্ছেন শশিকলা।  তিনি জানিয়েছিলেন, জেলে শশীর জন্য রয়েছে আলাদা ঘর ও খাবারের বন্দোবস্তও। সেই ঘরের মধ্যেই রয়েছে রান্নাঘর। যেখানে শশীর পছন্দমতো খাবার তৈরি হয়। শুধু তাই নয়, অতিরিক্ত এই সুযোগ পাওয়ার জন্য নাকি কারা কর্মকর্তাকে দুই কোটি টাকা ঘুষও দিয়েছেন শশীকলা।কিন্তু কারাগারের সিসিটিভি ক্যামেরায় সবটা ধরা থাকলেও হেভিওয়েট এই বন্দির বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়া হচ্ছে না। সেই সংক্রান্ত একটি ভিডিও ফুটেজও প্রকাশ্যে আসে। তাতে দেখা যায়, সাধারণ পোশাকে হাতে একটা শপিং ব্যাগ এবং দুই সহকারীর সঙ্গে কারাগার থেকে বেরোচ্ছেন তিনি। গেট খুলে দিচ্ছেন খোদ এক রক্ষীই। এই ভিডিও সামনে আসার পর তোলপাড় হয় দেশ জুড়ে। সেই অভিযোগের মাশুলও দিতে হয়েছিল রূপাকে। কিছুদিন পরেই তাকে বদলি করে দেয়া হয় রাজ্যের পথ সুরক্ষা ও ট্রাফিক কমিশনার পদে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

(ঢাকাটাইমস/২১আগস্ট/এসআই)