ডিএমপির তালিকাভুক্ত সন্ত্রাসী ভুসি বাবু পাবনায় গ্রেপ্তার

প্রকাশ | ২১ আগস্ট ২০১৭, ২০:১০

নিজস্ব প্রতিবেদক, পাবনা

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও রাজধানীর ভাষানটেক থানার একাধিক মামলার পলাতক আসামি রফিকুল হক ওরফে ভুসি বাবুকে পাবনা থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

সোমবার বিকালে পাবনা পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

পুলিশ সুপার জিহাদুল কবির জানান, গোপন সংবাদে রবিবার সন্ধ্যায় পাবনা সদর উপজেলার চরঘোষপুর আটরশি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, ১৪ রাউন্ড তাজা গুলি, একটি ম্যাগজিন ও একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়।

এ ঘটনায় সদর থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে।

পুলিশ সুপার আরো জানান, গ্রেপ্তার রফিকুল ওরফে ভুসি বাবু ঢাকার ভাষানটেক এলাকায় গত ১২ আগস্ট সন্ত্রাসী চিকনা জামানকে হত্যা করে পাবনায় আত্মগোপন করেছিল। তার বিরুদ্ধে ভাষানটেক থানায় হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। সে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসীদের একজন।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জিহাদুল কবির ছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) গৌতম কুমার বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শামীমা আক্তার, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) ইবনে মিজান, পাবনা জেলা গোয়েন্দা পুলিশের ওসি কাজী জালাল উদ্দিন উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২১আগস্ট/এলএ)