অগমেন্টেড রিয়েলিটি গ্লাস আনছে ফেসবুক

প্রকাশ | ২২ আগস্ট ২০১৭, ১১:১১ | আপডেট: ২২ আগস্ট ২০১৭, ১১:২৯

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস

ধীরে ধীরে হার্ডওয়্যার ব্যবসায় প্রবেশ করছে পৃথিবীর শীর্ষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। সম্প্রতি ফেসবুক জানিয়েছিল তারা স্মার্ট স্পিকার আনতে কাজ করছে। এবার জানা গেল ফেসবুক অগমেন্ডেট রিয়েলিটি গ্লাস আনছে। এই গ্লাস তৈরির জন্য প্যাটেন্ট সংগ্রহ করেছে। 

ফেসবুকের অগমেন্টেড রিয়েলিটি গ্লাস হবে ওয়েভগাইড ডিসপ্লে সমৃদ্ধ টু ডাইমেনশনাল স্ক্যানার। এতে স্বচ্ছ ডিসপ্লে ব্যবহার করা হবে। 

প্যাটেন্টের তথ্য মতে ফেসবুকের এই স্মার্ট গ্লাসটি ডিসপ্লের কাজ করবে। এই প্রযুক্তি ফেসবুকের নিজস্ব ভিআর ডিজাইন উদ্ভাবন করেছে।  

বিজনেস ইনসাইডারের তথ্য মতে, এর আগে মাইক্রোসফট এই ধরণের গ্লাস উদ্ভাবন করেছে। যেটাকে বলা হচ্ছে হলোলেন্স। এছাড়াও গুগলও এই ধরনের গ্লাস নিয়ে কাজ করছে। এবার ফেসবুকের পালা।

(ঢাকাটাইমস/২২আগস্ট/এজেড)