ঢামেক থেকে হাজতির পলায়ন

প্রকাশ | ২৩ আগস্ট ২০১৭, ১১:১৭ | আপডেট: ২৩ আগস্ট ২০১৭, ১১:২৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট থেকে পালিয়ে গেছে হেরোইন মামলার এক আসামি। তার নাম সুজন। বুধবার ভোরে তিনি পালিয়ে যান। এ ঘটনায় দুই কারারক্ষীকে প্রত্যাহার করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময় ঢামেকের বার্ন ইউনিটের চতুর্থ তলা থেকে হাজতি সুজন পালিয়ে যায়। ওই সময়ে তার হাতে হ্যান্ডকাফ পরানো ছিল। তার পাহারায় নিয়োজিত ছিল সুজন ও আলামিন নামে দুই কারারক্ষী। ভোর সাড়ে পাঁচটার দিকে সুজন পালিয়ে যাওয়ার ব্যাপারটি তারা জানতে পারেন।

উপপরিদর্শক বাচ্চু মিয়া আরও বলেন, মঙ্গলবার দুপুরে হাসপাতালের বার্ন ইউনিটের চতুর্থ তলায় ভর্তি করা হয় সুজনকে। তার হাজতি  নম্বর ৩০২৩৭/১৬। তিনি কেরানীগঞ্জ মডেল থানায় করা একটি মাদক মামলার আসামি। তার বাবার নাম হজরত আলী।

এ ব্যাপারে জানতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার জাহাঙ্গীর কবিরকে একাধিকবার ফোন করা হলেও তিনি মুঠোফোন ধরেননি। 

ঢাকাটাইমস/২৩আগস্ট/এএ/এমআর