সাগর-রুনি হত্যা মামলায় প্রতিবেদন ৮ অক্টোবর

প্রকাশ | ২৩ আগস্ট ২০১৭, ১৩:৩২

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি নাহার হত্যা মামলায় র‌্যাবের তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে ৮ অক্টোবর নতুন তারিখ ধার্য করেছেন আদালত।

বুধবার মামলাটিতে প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাবের সহকারী পরিচালক সহকারী পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদ প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম মাহজারুল হক নতুন তারিখ ধার্য করেন।

২০১২ সালের ১০ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে সাংবাদিক দম্পতি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনি নিজ ভাড়া বাসায় খুন হন। পরদিন ভোরে তাদের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করা হয়।

ঘটনার পর নিহত রুনির কথিত বন্ধু তানভীর রহমান, বাড়ির প্রহরী এনাম আহমেদ ওরফে হুমায়ুন কবির, রফিকুল ইসলাম, বকুল মিয়া, মিন্টু ওরফে বারগিরা মিন্টু ওরফে মাসুম মিন্টু, কামরুল হাসান অরুন, পলাশ রুদ্র পাল ও আবু সাঈদ গ্রেপ্তার হয়েছেন। আসামিদের মধ্যে তানভীর জামিনে আছেন।

ঢাকাটাইমস/২৩আগস্ট/আরজে/এমআর