‘আফগান যুদ্ধে যুক্তরাষ্ট্র জয়ী হবে না’

প্রকাশ | ২৩ আগস্ট ২০১৭, ১৭:২৬

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

যুক্তরাষ্ট্রের তালেবান বিরোধী যুদ্ধে জয়ী হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। আফগান যুদ্ধ এবং তালেবানকে পরাজিত করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে প্রত্যয় ব্যক্ত করেছেন টিলারসনের এ মন্তব্য তাতে হতাশার চিত্র ফুটে উঠেছে বলে মনে করা হচ্ছে।

গতকাল মঙ্গলবার বিকালে এক সংবাদ সম্মেলনে টিলারসন বলেন, ‘আমার মনে হয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে প্রত্যয় ব্যক্ত করেছেন এর মাধ্যমে উগ্র গোষ্ঠী তালেবানকে তিনি এ কথা বোঝানোর চেষ্টা করেছেন যে যুদ্ধক্ষেত্রে তোমরাও বিজয়ী হতে পারবে না। আমরা হয়ত বিজয়ী হব না, তবে তোমরাও বিজয়ী হতে পারবে না।’

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন আফগানিস্তানে মার্কিন সেনা উপস্থিতি দীর্ঘায়িত করার পরিকল্পনা নিয়েছেন তখন টিলারসনের এমন মন্তব্য এল। এর আগে, আফগানিস্তানে মার্কিন সেনা উপস্থিতিকে ‘পুরোপুরি অপচয়’ হিসেবে উল্লেখ করলেও এখন নিজের  বক্তব্য থেকে সরে এসেছেন ট্রাম্প।

এছাড়া, আফগান তালেবানকে সমর্থন দেয়ার অভিযোগে পাকিস্তানের ওপর চাপ বাড়িয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। গতকাল অনেকটা হুমকি দিয়েই টিলারসন বলেছেন, পাকিস্তান সরকার তার মনোভাব পরিবর্তনে ব্যর্থ হলে যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার হারাতে পারে।

তিনি আরো বলেন, ‘পাকিস্তান যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র। দেশটিকে ‘নন-ন্যাটো' মিত্রের মর্যাদা দিয়েছে যুক্তরাষ্ট্র। এই মর্যাদার আওতায় পাকিস্তান বিশেষ সুবিধা পেয়ে আসছে। তারা যুক্তরাষ্ট্রের কাছে থেকে কোটি কোটি ডলার সহায়তা পাচ্ছে। কিছু সামরিক সুবিধাও ভোগ করছে।’

(ঢাকাটাইমস/২৩আগস্ট/এসআই)