জবিতে ঈদের ছুটি শুরু রবিবার

প্রকাশ | ২৪ আগস্ট ২০১৭, ১৬:৪১

জবি প্রতিনিধি, ঢাকাটাইমস

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) পবিত্র ঈদুল আজহার ছুটি শুরু হচ্ছে আগামী রবিবার ২৭ আগস্ট।
বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
ঈদ উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন ১১ দিন ছুটি ঘোষণা করলেও শিক্ষার্থীরা ছুটি পাচ্ছেন  মোট ১৫ দিন।
প্রকাশনা দপ্তর থেকে জানা যায়, পবিত্র ঈদুল আজহার ছুটিকালে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস, বিভাগীয় ও প্রশাসনিক দপ্তর বন্ধ থাকবে। ছুটি শেষে ১০ সেপ্টেম্বর যথারীতি শুরু কার্যক্রম শুরু হবে।  ঈদের ছুটির আগে-পরে সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষার্থীরা ছুটি পাচ্ছেন ১৫ দিন।

ঈদের ছুটির আগে বিশ্ববিদ্যালয়ের ক্লাস, বিভাগীয় ও প্রশাসনিক দপ্তরের কার্যক্রমের আজই ছিল শেষ দিন। উপাচার্য ড. মীজানুর রহমানের সঙ্গে ঈদের অগ্রিম শুভেচ্ছা বিনিময় করেছেন বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। সকাল থেকেই উপাচার্যের কক্ষে ভিড় দেখা যায়।
 (ঢাকাটাইমস/২৪আগস্ট/আইএইচ/মোআ)