কচাঁ নদীতে মাছ ধরতে গিয়ে জেলে নিখোঁজ

প্রকাশ | ২৪ আগস্ট ২০১৭, ২১:০৪

পিরোজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

পিরোজপুর জেলার কচাঁ নদীতে মাছ ধরতে গিয়ে শামীম (৩০) নামের এক জেলে দুই দিন ধরে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ জেলে জেলার ভা-ারিয়া উপজেলার ২নং নদমুল্লা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চিংগড়িয়া গ্রামের আ. ছত্তার হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সকালে বর্তমান ইলিশ মৌসুমে মাছ ধরতে বাড়ি থেকে বের হয়ে কচাঁ নদীতে যান শামীম। চরখালী এলাকার একটি ইটের ভাটা সংলগ্ন নদীতে পড়ে প্রবল ¯্রােতের কারণে ওই দিন কোনো এক সময় নিখোঁজ হন শামীম। প্রতিদিনের মতো দুপুরের খাবার খেতে বাড়ি না ফেরায় পরিবারের পক্ষ থেকে খোঁজাখুজি করে না পেয়ে ওই রাতে ভা-ারিয়া থানায় তার (শামীমের) স্ত্রী তানিয়া আক্তার একটি সাধারণ ডায়েরি করে।

আজ বৃহস্পতিবার সকাল থেকে ভা-ারিয়া থানা, নৌ পুলিশ, কোস্টগার্ডসহ স্থানীয় জেলেরা কচাঁ নদীতে তল্লাশি অব্যাহত রেখেছে বলে ভান্ডারিয়া থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার জানান।

এদিকে স্বামীর খোঁজের অপেক্ষায় শর্মী (৬) ও ১০মাসের তানজিলা নামের দুই কন্যা নিয়ে দিন পার করছেন স্ত্রী তানিয়া।

(ঢাকাটাইমস/২৪আগস্ট/প্রতিনিধি/ইএস)