লক্ষ্মীপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

প্রকাশ | ২৬ আগস্ট ২০১৭, ১২:১৯

লক্ষ্মীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের যাদিয়া মাদ্রাসার সামনে বাসের সঙ্গে সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তার নাম ইছমাইল হোসেন।

শনিবার সকালে এই দুর্ঘটনা ঘটে। নিহত ইছমাইল কমলনগর উপজেলার তোরাবগঞ্জ এলাকার বাসিন্দা।

হাইওয়ে পুলিশ জানায়, ইছমাইল হোসেন মোটরসাইকেল করে লক্ষ্মীপুর থেকে মান্দারী বাজার যাচ্ছিল। যাদিয়া মাদ্রাসার কাছে পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইছমাইল মারা যান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে আসে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোকতার হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাসটি আটকের চেষ্টা চলছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ঢাকাটাইমস/২৬আগস্ট/প্রতিনিধি/এমআর