বরিশালে অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশ | ২৭ আগস্ট ২০১৭, ১৬:২৬

ব্যুরো প্রধান, বরিশাল

রুপাতলী বাস টার্মিনাল এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি)। রবিবার দুপুর দেড়টার দিকে শুরু হওয়া অভিযানে দেড়’শ ছোট-বড় টিনশেড দোকানঘর উচ্ছেদ করা হয়।

উচ্ছেদ অভিযানে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারী, কোতোয়ালি মডেল থানা পুলিশ, আর্মড পুলিশ ব্যাটেলিয়ানের সদস্যরা উপস্থিত ছিলেন।

এদিকে এ উচ্ছেদ অভিযানের আগে কোন ধরনের নোটিশ দেয়নি বলে জানিয়েছেন দখলদাররা।

বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ মাহামুদ জুয়েল জানান, অভিযানের বেশ কয়েকদিন আগে অবৈধ দখলদারদের স্থাপনা সরিয়ে নেয়ার জন্য বলা হয়েছিল।

(ঢাকাটাইমস/২৭আগস্ট/টিটি/এলএ)