সিংড়ায় সাপের কামড়ে দিনমজুরের মৃত্যু

প্রকাশ | ২৭ আগস্ট ২০১৭, ১৭:৩০

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস
ফাইল ছবি

নাটোরের সিংড়ায় সাপের কামড়ে আব্দুস সামাদ (৫০) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে।

রবিবার সকাল সাড়ে নয়টার দিকে নিজ ঘরে এ দুর্ঘটনার শিকার হন আব্দুস সামাদ।

নিহত দিন মজুর উপজেলার চামারী ইউনিয়নের গোটিয়া গ্রামের মৃত. লজি সরকারের ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম জানান, রবিবার সকাল সাড়ে ৯টায় দিন মজুর আব্দুস সামাদ নিজ ঘরে ইদুরের গর্ত বন্ধ করতে গিয়ে সাপের দংশনের শিকার হন। পরে কবিরাজের ঝারফুঁকে কোন উন্নতি না হওয়ায় স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, সিংড়া উপজেলায় বন্যায় সাপের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। তবে সাপে কেটে মৃত্যুর বিষয়টি তাঁর জানা নেই।

(ঢাকাটাইমস/২৭আগস্ট/প্রতিনিধি/ইএস)