হাজারীবাগে দুই ভুয়া র‌্যাব কর্মকর্তা গ্রেপ্তার

প্রকাশ | ২৭ আগস্ট ২০১৭, ১৯:৪৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে ভুয়া র‌্যাব কর্মকর্তা পরিচয়দানকারী দুই প্রতারককে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় তাদের কাছ থেকে র‌্যাবের জ্যাকেট, হ্যান্ডকাপ ও ওকাপিয়া মোবাইল সেট উদ্ধার করা হয়।

গতকাল শনিবার রাতে তাদের গ্রেপ্তার করা হলেও আজ রবিবার তা গণমাধ্যমের কাছে প্রকাশ করে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখা।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আরশাদ উজ জামান (৩৭) ও রোজী আক্তার (২০)।

রবিবার সন্ধ্যায় র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার রাত সাড়ে নয়টার দিকে হাজারীবাগ থানার পশ্চিম সুলতানগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব। এ সময় র‌্যাবের কর্মকর্তা পরিচয়দানকারী ওই দুজনকে গ্রেপ্তার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার আরশাদ উজ জামান নিজেকে র‌্যাব-২ এর কর্মকর্তা কর্নেল জামান পরিচয় দিতেন। ২০০৮ সালে বাংলাদেশ সেনাবাহিনী থেকে আরশাদ উজ্জামানকে চাকরিচ্যুত করা হয়। এরপর তিনি এলাকায় নিজেকে সেনাবাহিনীর মেজর, ক্যাপ্টেন এবং বড় বড় রাজনৈতিক নেতার ভাই-ভাতিজা ইত্যাদি পরিচয় দিয়ে অসৎ উদ্দেশ্য চরিতার্থ করেন।

আর রোজী আক্তার বিভিন্ন তথ্যপ্রযুক্তির মাধ্যমে পুলিশ অফিসার হিসেবে ছবি তৈরি করে এবং মোবাইল ফোনে থাকা র‌্যাব-পুলিশের ইউনিফর্ম পরিহিত ছবি দেখিয়ে নিজেকে ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে পরিচয় দিতেন।

আটক দুজনের জিজ্ঞাসাবাদের উদ্ধৃতি দিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, দীর্ঘদিন ধরে তারা নিজেদের র‌্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের জায়গা-জমিসহ আর্থিক ও প্রাতিষ্ঠানিক সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নেয়। তারা এক এলাকায় তিন-চার মাস অবস্থান করতেন। তাদের অপকর্ম প্রকাশ হওয়ার আশঙ্কা করলেই দ্রুত এলাকা ছেড়ে অন্যত্র বাসা নিতেন।

(ঢাকাটাইমস/২৭আগস্ট/এএ/মোআ)