মিরপুরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

প্রকাশ | ২৯ আগস্ট ২০১৭, ০৮:৪০

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ায় এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার নাম আনিসুর রহমান (৪৫)। গুলিবিদ্ধ হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় সোমবার গভীর রাতে তার মৃত্যু হয়। তার মাথায়, বুকে ও ডান কানে গুলির চিহ্ন পাওয়া গেছে।

নিহতের দূরসম্পর্কের ভাই মো. রবিউল ইসলাম ঢাকাটাইমসকে বলেন, সোমবার রাত সাড়ে নয়টার দিকে আনিস শেওড়াপাড়া ইকবাল রোডে রুবেলের দোকানের সামনে দাঁড়িয়েছিলেন। তখন দুইজন মুখোশধারী লোক তাকে লক্ষ্য করে এলোপাথারি গুলি করে পালিয়ে যায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাত সোয়া ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রাত সাড়ে ১২টার দিকে মিরপুর মিলিনিয়াম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই গভীর রাতে তার মৃত্যু হয়।

নিহত আনিসুর রহমান  পেশায় একজন  ইট, বালু  ও মাটি সরবরাহকারী। তিনি শেওড়াপাড়ায় থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা আছে।

(ঢাকাটাইমস/২৯আগস্ট/এএ/জেবি)